রবিবার :: ০৪.০৩.২০১৮
শিবগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস এবং মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে আজ দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে ভূমি সহকারী কমিশনার বরমান হোসেনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সায়েমা খাতুন, অ্যাড. আতাউর রহমান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বরুণ কুমার মন্ডল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান ও উপজেলার ১৫টি ইউনিয়নের চেয়ারম্যান, প্রতিনিধিগণসহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। সভায় আগামী ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে শিশুদের বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা, দোয়া ও বিশেষ প্রার্থনা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এছাড়াও আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নেয়া হয়েছে।