
শিবগঞ্জে সমাজসেবা অধিদপ্তর পরিচালিত বয়স্ক-বিধবাভাতা ও স্বামী নিগৃহীতা ভাতা, প্রতিবন্ধী ভাতা, প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি, তৃতীয় লিঙ্গ, বেঁদে, জনগোষ্ঠীর বিশেষ ভাতার উপকারভোগীদের লাইফ ভেরিফিকেশন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে দূর্লভপুর ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াতের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, রাজনৈতিক ব্যাক্তিত্ব তোহিদুল আলম টিয়া, দূর্লভপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম আজম, ইউপি সদস্য শাজাহান আলী সহ অন্যরা। শেষে দূর্লভপুর ইউনিয়নের ৪, ৫ ও ৬ ওয়ার্ডের উপকারভোগীদের লাইভ ভেরিফিকেশন অনুষ্ঠিত হয়।