রবিবার :: ১৮.০৩.২০১৮
শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের বিজিবি ক্যাম্প মাঠে মরহুম মঈনুদ্দীন মন্ডল মন্টু ডাক্তারের প্রীতি স্মরণে ক্রিকেট টুর্ণামেন্টের ২ টি খেলা অনুষ্ঠিত হয়েছে। ১ম খেলায় টসে জিতে হাউসনগর ক্রিকেট একাদশ ১২ ওভারে ৯ উইকেট হারিয়ে ১০১ রান সংগ্রহ করে। দলের পক্ষে নাদিম সর্বোচ্চ ৩৯ রান করে। ১০২ রানের টার্গেটে রানীনগর ক্রিকেট একাদশ ১১ ওভার ১ বলে ৪ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে যায়। দলের পক্ষে সর্বোচ্চ দেলোয়ার ৭৫ রান করে।
২য় খেলায়, টসে জিতে তেলিপাড়া ক্রিকেট একাদশ ৫ ওভার ৫ বলে সবকটি উইকেট হারিয়ে ২৮ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ কামাল ৭ রান করে। জবাবে চৌধুরীপাড়া ক্রিকেট একাদশ ৩ ওভার ৪ বলে ১ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে যায়। দলের পক্ষে সর্বোচ্চ নাদিম ১৪ রান করে।