শিবগঞ্জে মাসিক কেস কনফারেন্স সভা

বগঞ্জে সমাজসেবা অধিদপ্তর পরিচালিত সিএসপিবি প্রকল্পের মাসিক কেস কনফারেন্স সভা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে উপজেলা সমাজসেবা কার্যালয়ে অনুষ্ঠিত সভায় উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাসের সভাপতিত্বে শিশু সুরক্ষা সমাজকর্মী সেনারুল ইসলাম ৭ জন সুবিধাবঞ্চিত শিশুর বিভিন্ন ধরণের কেস নিয়ে আলোচনা করেন। ইতোমধ্যে দুজন শিশুকে হুইলচেয়ার প্রদান, দুজন শিশুকে শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে ভর্তি এবং তিনজন সুবিধাবঞ্চিত শিশুকে জাতীয় সমাজকল্যাণ পরিষদ হতে আর্থিক অনুদান প্রদানের ব্যবস্থা বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। এরপর সকল কেস ম্যানেজমেন্টভুক্ত শিশুদের রেফারেল লিংকেজের মাধ্যমে বিভিন্ন সেবা প্রদান, শিশুর সহায়তায় ফোন ১০৯৮ এর ক্যাম্পেইন ও সমাজভিত্তিক শিশু সুরক্ষা কমিটি-সিবিসিপিসি গঠন ও সিবিসিপিসি ওরিয়েন্টশন বিষয়ে গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করা হয়। এসময় ফিন্ড সুপারভাইজার শাহজালাল, ইউনিয়ন সমাজকর্মী রাহাতুজ্জামান, পলাশ আলী, মরিয়ম বেগম, কেস ম্যানেজার ফারুক হোসেন ও সোস্যাল ওয়ার্কার আলফাতুন নেছা আলোসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top