০৪.০২.২০২০ মঙ্গলবার।।
শিবগঞ্জে ব্যাটারি চালিত ইজিবাইকের ধাক্কায় রিমন নামে এক শিশু নিহত হয়েছে। নিহত রিমন বিশ্বনাথপুর নূরানী মাদরাসার ছাত্র এবং শিবনারায়ণপুর গ্রামের মিঠুনের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, মাদরাসায় ক্লাস শেষ করে আজ দুপুর সাড়ে ১২টার দিকে পায়ে হেটে বাড়ী ফিরছিল রিমন। রাস্তা পার হওয়ার সময় একটি ইজিবাইক রিমনকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা গুরুত্বর আহত অবস্থায় রিমনকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিবগঞ্জ থানার ওসি শামসুল আলম শাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ইজিবাইক টি আটকের চেষ্টা চলছে পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনী ব্যবস্থা নেয়া হবে।