সোমবার ঃঃ ২৬.১২.২০১৬
শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের তেলকুপি লম্বাপাড়া মাঠ এলাকা থেকে ফেন্সিডিল উদ্ধার করেছে বিজিবি। তেলকুপি বিওপি’র একটি টহল দল ঐ এলাকায় ভোররাতে ফাঁদ পেতে বসে থাকে। এ সময় কয়েকজন চোরাকারবারী ভারতের দিক থেকে মাথায় করে পোটলা নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে আসতে থাকলে টহল দল তাদেরকে ধাওয়া করে। এসময় চোরাকারবারীরা মাথায় থাকা পোটলা ফেলে অন্ধকারের মধ্য দিয়ে পালিয়ে যায়। টহল দল চোরাকারবারীদের ফেলে যাওয়া পোটলা থেকে ৩৪৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। উদ্ধারকৃত ফেন্সিডিল মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় বিজিবি।
অন্যদিকে, শিবগঞ্জ উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের আড়গাড়াহাট এলাকা থেকে ভারতীয় পাতার বিড়িসহ তিনজনকে আট করেছে পুলিশ। আটককৃতরা হলো উপজেলার গোলাপবাজার এলাকার গিয়াসের ছেলে দেলওয়ার, আবুর ছেলে একরামুল ও তবজুলের ছেলে হাবিবুর। শিবগঞ্জ থানার উপপরিদর্শক ওসমান গনী জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে ঐ এলাকায় অভিযান চালালে বিড়িসহ তাদেরকে আটক করা হয়। এব্যাপারে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।