রবিবার :: ২৫.০৩.২০১৮
শিবগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীতা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে আজ সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম এর সভাপতিত্বে দু’দিনব্যাপী গৃহিত কর্মসূচির ১ম দিনে “মহান স্বাধীনতা ও জাতীয় দিবস, ২০১৮ উদযাপন উপলক্ষে চিত্রাংকন, সুন্দর হাতের লেখা, কবিতা আবৃত্তি ও রচনা প্রতিযোগিতায়” বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম। এর আগে বিভিন্ন প্রতিযোগীতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীগন অংশগ্রহন করে। এসময় সংশি¬ষ্ট উপ-কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।