রবিবার :: ০৮.০৪.২০১৮
শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা মরহুম ডাঃ মইন উদ্দিন আহমেদ মন্টু ডাক্তার স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে মনাকষা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ রুহুল আমিন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা ডাঃ সামিল উদ্দিন আহমেদ শিমুল, বঙ্গবন্ধু পরিষদ শিবগঞ্জ উপজেলা সভাপতি হাবিবুর রহমান চৌধুরীসহ অন্যান্যরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসলাম উদ্দিন। খেলায় সততা ফার্মেসী ক্রিকেট একাদশ দাদনচক বঙ্গবন্ধু ক্রিকেট একাদশকে ৬ উইকেটে পরাজিত করে। খেলায় বিজিতদের কাপ ও বিজয়ীদের ২২ ইঞ্চি টিভি প্রদান করেন অতিথিরা।