
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নিজ অর্থায়নে সড়কের খানাখন্দ সংস্কার করা ভ্যানচালক মিস্টার আলীকে সংবর্ধনা দিয়েছে শিবগঞ্জ পৌরসভা। সংবর্ধনা হিসেবে তাকে সম্মাননা ক্রেস্ট প্রদানের পাশাপাশি আর্থিক সহায়তাও দেয়া হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে পৌর মেয়রের কার্যালয়ে তার হাতে ক্রেস্ট ও আর্থিক সহায়তা তুলে দেন মেয়র সৈয়দ মনিরুল ইসলাম। এ সময় তিনি বলেন, একজন গরিব ভ্যানচালক হয়েও নিজের উপার্জিত অর্থ দিয়ে সড়কের খানাখন্দ সংস্কার করে জনসেবা করেছেন দীর্ঘ ১২ বছর। আমরা তার ভালো কাজের জন্য তার প্রতি কৃতজ্ঞতা জানাই। তিনি বলেন, আমরা মিস্টার আলীর সাথে আছি এবং থাকব ইনশাআল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন- শিবগঞ্জ পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোবারক হোসেন, প্রশাসনিক কর্মকর্তা আবদুল বাতেন ও সাবেক মেম্বার ভুলুসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।
উল্লেখ্য, দীর্ঘ ১২ বছর ধরে নিজ অর্থায়নে ভ্যান চালানোর অর্থ সংসারে খরচ না করে মনাকষা, বিনোদপুর, শ্যামপুর ও দুর্লভপুরসহ বিভিন্ন ইউনিয়নের সড়কের খানাখন্দ মেরামত করে আসছেন মিস্টার আলী। এ নিয়ে সম্প্রতি বিভিন্ন পত্রপত্রিকায় সংবাদ পরিবেশন করা হয়। বিষয়টি জানার পর শিবগঞ্জ পৌরসভা তাকে এই সংবর্ধনা দিল।