শনিবার ঃঃ ১৮.০৩.২০১৭
শিবগঞ্জ উপজেলার সরকারি মডেল হাই স্কুল মাঠে ভোরের আলো বন্ধু ফুটবল টুর্নামেন্টের ১ম ম্যাচে সানসিটি ফুটবল দল ১-০ গোলে আশার আলো ফুটবল দলকে পরাজিত করে। দলের পক্ষে একমাত্র গোলটি করে রামচাঁন অন্যদিকে, ২য় ম্যাচে বন্ধু ফুটবল দল ২-০ গোলে ৩ বন্ধু ফুটবল দলকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে গোল ২ টি করে কবির ও হেলাল। ম্যান আব দ্যা ম্যাচ হয় কবির।