শিবগঞ্জে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত।

মঙ্গলবার ঃঃ ০১.০৮.২০১৭

 

আগামী ৫ আগষ্ট দিনব্যাপি জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে গতকাল আলোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সফিকুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেডিক্যাল অফিসার ডাঃ কে এম সাদিকুল বারী, শিবগঞ্জ থানার ওসি অপারেশন জাহাঙ্গীর আলম, ইউনিসেফের প্রতিনিধি কনসালটেন্ট ডাঃ আবু সায়েম, ই পি আই টেকনিসিয়ান কামরুজ্জামানসহ অন্যান্যরা। কর্মশালায় জানানো হয়, উপজেলার ৬ থেকে ১১ মাস বয়সী ৮ হাজার ৩শ’ ৪৭ শিশু এবং ১২ থেকে ৫৯ মাস বয়সি ৬৫ হাজার ৩শ’ ২০ জন সহ মোট ৭৩ হাজার ৬শ’ ৬৭ জন শিশুকে উপজেলার ৪শ ৪ টি সেন্টারে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …