
শিবগঞ্জে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতাভোগীদের লাইভ ভেরিফিকেশন কার্যক্রম শুরু হয়েছে। আজ দুপুরে উপজেলা সমাজসেবা কার্যালয়ের বাস্তবায়নে কানসাট ইউনিয়ন পরিষদ চত্বরে এই লাইভ ভেরিফিকেশন কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস। এ সময় তিনি বলেন, উপজেলার বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীসহ ৬০ হাজার ৮১৪ জন ভাতাভোগী রয়েছেন। একটি পৌরসভা ও ১৫ ইউনিয়নে আগামী ২৮ আগস্ট পর্যন্ত চলবে এই লাইভ ভেরিফিকেশন কার্যক্রম। এ কার্যক্রম চলাকালে ভাতাভোগীর জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধনের ফটোকপি, ভাতা পরিশোধ বহির কাভার পেজ ও দ্বিতীয় পেজের ফটোকপিসহ স্বশরীরে সংশ্লিষ্ট পৌরসভা ও ইউনিয়ন পরিষদে হাজির হতে হবে। এই সময়ের মধ্যে কেউ উপস্থিত না হলে ভাতা প্রাপ্তি থেকে বঞ্চিত হবেন। এ সময় উপস্থিত ছিলেন কানসাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সেফাউল মূলক, ইউনিয়ন সমাজকর্মী রাহাতুজ্জামান, ইকবাল হোসেন, মোশারফ হোসেন ও মরিয়ম খাতুনসহ অন্যরা।