শিবগঞ্জে বীরমুক্তিযোদ্ধা তুফানি উকিলের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের কয়লার দিয়াড় গ্রামের বীরমুক্তিযোদ্ধা, অবসরপ্রাপ্ত শিক্ষক অ্যাডভোকেট আজিজউদ্দৌলা তুফানি উকিলের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। আজ সকাল ১১টার দিকে কয়লার দিয়াড়ের একটি আমবাগানে মরহুমের নামাজে জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় কয়লার দিয়াড় পারিবারিক গোরস্থানে তার মরদেহ দাফন করা হয়। এর আগে গতকাল বিকেল ৪টার দিকে বার্ধক্যজনিত কারণে নিজ বাসভবনে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। জানাযায় অংশ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত, উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, বিনোদপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডের সভাপতি মশিউর রহমান বাচ্চু, শিবগঞ্জ থানার ওসি (অপারেশন) এসএম নুরুল কাদির সৈকত, শ্যামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রবিউল ইসলাম ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি মাহবুবুর রহমান মিজানসহ স্থানীয় বীরমুক্তিযোদ্ধা ও মুসল্লিরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top