
শিবগঞ্জ উপজেলার দক্ষিণ পাঁকা গ্রামের বীরমুক্তিযোদ্ধা ও সাবেক ইউপি সদস্য রেজাউল করিম ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। আজ বিকেল সাড়ে ৩টার দিকে শিবগঞ্জ পৌরসভা কেন্দ্রীয় গোরস্থান প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় শিবগঞ্জ পৌরসভা কেন্দ্রীয় গোরস্থানে তার মরদেহ দাফন করা হয়। এর আগে ভোর সাড়ে ৩টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। জানাযায় অংশ নেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, সাবেক সংসদ সদস্য অধ্যাপক শাহজাহান মিঞা, সাবেক সচিব জিল্লার রহমান, সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বজলুর রশিদ সনু, বীরমুক্তিযোদ্ধা তরিকুল আলম, আবদুল মান্নান ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি মাহবুবুর রহমান মিজানসহ স্থানীয় বীরমুক্তিযোদ্ধা এবং মুসল্লিরা।