
শিবগঞ্জে বিপুল পরিমাণ বিদেশী মদ উদ্ধার করেছে থানা পুলিশ। গতকাল রাতে উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের সোনামসজিদ-বালিয়াদিঘি গ্রামের সামিউল ইসলামের বাড়ির একটি গোয়াল ঘর থেকে মদগুলো উদ্ধার করা হয়। তবে অভিযানের খবর পেয়ে আগেই পালিয়ে যান বাড়ির মালিক সামিউল ইসলাম। আজ দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ। তিনি জানান, দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা দিয়ে বিদেশী নামি দামি ব্যান্ডের মদ সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থান ও বন্দর এলাকায় বিক্রি করে আসছিল সামিউল ইসলাম। বিষয়টি জানতে পেরে গতকাল রাতে তার বাড়ি ঘিরে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সামিউল পালিয়ে গেলেও তার বাড়ির গোয়াল ঘর থেকে ৪০ বোতল রয়েল স্টেজ, ৩৭ বোতল অফিসার চয়েস, ৫৮ বোতল ইএম বসসহ মোট ১৩৭ বোতল মদ উদ্ধার করা হয়। এছাড়াও কয়েক বস্তা মেশিনারিজ পার্টসও জব্দ করা হয়। ওসি আরো বলেন, এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের হয়েছে।