শুক্রবার :: ০৬.১২.২০১৯।
শিবগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ভারতীয় ৪০১ কেজি তামাক পাতা ও ২৭২ কেজি বিড়ি তৈরীর মসলাসহ ৪ জনকে আটক করেছে র্যাব। আজ সকালে কানসাট এলাকা থেকে ওইসব চোরাচালানী সামগ্রীসহ ৪ জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন, শিবগঞ্জের পারচৌকা গ্রামের সেজন আলীর ছেলে আবু বক্কর, মুন্সিপাড়া গ্রামের মুকুল হোসেনের ছেলে দবির মিয়া, শ্যামপুর সাহাপাড়া গ্রামের জন্নুর রহমানের ছেলে জহুরুল ইসলাম ও একই গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে কালাম। র্যাব-৫ ব্যাটালিয়ন, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্প উপ-অধিনায়ক মেজর এসএম মোর্শেদ হাসানের নেতৃত্বে অভিযানটি চালানো হয় বলে জানিয়েছে র্যাব। শিবগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) জিন্নাত খাতুন জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।