শিবগঞ্জে বিজিবির মতবিনিময় সভা এবং মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত

বুধবার :: ২১.০৩.২০১৮
বাংলাদেশ এলডিসি স্ট্যাটাস থেকে উত্তরণ উপলক্ষ্যে “অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ” এই শ্লোগানে শিবগঞ্জে ৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে ওয়াহেদপুর বিওপির বিশরশিয়া পদ্মার চর এলাকায় অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল এস এম আবুল এহসানের সভাপতিত্বে মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় বিজিবি ওয়াহেদপুর কোম্পানী কমান্ডার, জহুরটেক বিওপি কমান্ডার এবং স্থানীয় চেয়ারম্যান, মেম্বার, ইমাম, শিক্ষক, গন্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় অবৈধ অস্ত্র- গোলাবারুদ, মাদকদ্রব্য, গবাদি পশু চোরাচালান রোধ, মাদকের কুফল, জঙ্গী বিষয়ে প্রচারণা, দূর্ঘটনা ও অন্যান্য আন্তঃরাষ্ট্র সীমান্ত অপরাধ প্রতিরোধসহ নানাবিধ সীমান্ত সংক্রান্ত বিষয়ে আলোচনা করেন। মতবিনিময় সভা শেষে ৯বিজিবি ফ্রি মেডিক্যাল ক্যাম্পেইনের মাধ্যমে স্থানীয় প্রায় ৪০০ জন মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করে।
এদিকে, শিবগঞ্জ উপজেলার তেলকুপি হাইস্কুল মাঠে বাংলাদেশের স্বল্পোন্নত হতে উন্নয়নশীল রাষ্ট্রে উত্তরন উদযাপন উপলক্ষে ৫৯ বিজিবি কর্তৃক মাদক বিরোধী জনসচেতনতামূলক মত বিনিময় সভার আয়োজন করা হয়েছে। আজ সকালে অধিনায়ক সীমান্তবর্তী স্থানীয় জনসাধারনকে মাদকের কুফল ও এর প্রতিরোধ সম্পর্কে আলোচনা করেন। এছাড়াও একই স্থানে অত্র ব্যাটালিয়নের ব্যবস্থাপনায় একটি মেডিক্যাল ক্যাম্পেইন পরিচালনা করা হয়। ১৪ বিজিবির মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন এসকেএম সাকিব হাসান সানির নেতৃত্বে ৪ সদস্যের মেডিক্যাল টিম এলাকার দুঃস্থ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ঔষধ সরবরাহ করা হয়। এছাড়াও মতবিনিময় সভায় শিবগঞ্জ উপেজেলা চেয়ারম্যান, স্থানীয় সাহাবাজপুর ও বিনোদপুর ইউপি চেয়রম্যান, কাউন্সিলর, তেলকুপি হাইস্কুলের প্রধান শিক্ষক, গন্যমান্য ব্যক্তিবর্গ, ইলেকট্রোনিক ও প্রিন্ট মিডিয়ার ব্যক্তিবর্গ এবং সাধারণ জনগণসহ প্রায় ১০০০ জন লোক উপস্থিত ছিলেন। মেডিক্যাল ক্যাম্পেইনে এলাকার দুঃস্থ জনসাধারনের মাঝে বিনামুল্যে চিকিৎসা সেবাসহ ঔষধ সরবরাহ করা হয়।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …