শিবগঞ্জে বিজিবির পৃথক অভিযানে ৮শ বোতল ফেনসিডিল উদ্ধার ৫ জন আটক

সোমবার :: ০২.০৪.২০১৮

শিবগঞ্জে বিজিরি পৃথক অভিযানে ৮শ ২২ বোতল ফেনসিডিল জব্দ ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। ৫৯ বিজিবি ব্যাটালিয়ের পক্ষ হতে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল দিবাগত রাতে চৌকা বিওপির টহল দল জমিনপুর মাঠ হতে মালিকবিহীন অবস্থায় ২৭৩ বোতল ফেনসিডিল জব্দ করে। অন্যদিকে কিরনগঞ্জ বিওপির টহল জমিনপুর গ্রামে অভিযান চালিয়ে ৫৪৯ বোতল এবং ৫টি হাসুয়াসহ ফাইজুল, জাহাংগীর আলম বাবু, মজিবুর রহমান, দুরুল হুদা, আবদুল ওহাব, মাহিদুর রহমানকে আটক করা হয়। এ বিষয়ে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …