
‘‘উন্নত পল্লী, উন্নত দেশ, বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ’’ এই প্রতিপাদ্যে- শিবগঞ্জে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড-বিআরডিবির আওতায় উপকারভোগীর সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের আয়োজনে বিআরডিবি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় শিবগঞ্জ কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি সাব্বির আহম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াত। এতে স্বাগত বক্তব্য দেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহিন আকতার। এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল, উপজেলা শিক্ষা কর্মকর্তা পরিমল কুমার ঘোষ, শিবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামাল হোসেনসহ উপকারভোগী ৮০ জন নারী-পুরুষ উপস্থিত ছিলেন।