শিবগঞ্জে বাল্য বিয়ের অভিযোগে পাঁচ জনের কারাদন্ড

সোমবার::১৩.০২.২০১৭

শিবগঞ্জ পৌর এলাকার দেবীনগর গ্রামে বাল্য বিয়ের অভিযোগে বর ও কনের বাবা-মাসহ ৫ জনকে ১৫ দিনের কারাদ- দিয়েছেন ভ্রাম্যমান আদালত। শিবগঞ্জ উপজেলা সহকারী ভূমি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কল্যাণ চৌধুরী জানান, বাল্য বিবাহ হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে পৌর এলাকার দেবীনগর গ্রামে অভিযান চালিয়ে একই গ্রামের কনের মা সায়েরা বেগম এবং বাবা আব্দুস সালামকে ১৫ দিনের জেল দেয়া হয়। এসময় বর যাত্রী হিসেবে আসা বরের বাবা শুকুর্দ্দী, মা শিউলী বেগম ও বরের চাচা সারওয়ার জাহানকে ঘটনাস্থল থেকে আটক করে একই সাজা দেয়া হয়। বর-কনের উপযুক্ত বয়স না হওয়ায় তাদের সাজা দেয়া হয়নি। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাহিদা আখতার, সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, শিবগঞ্জ থানার উপপরিদর্শক শাহ্ আলমের নেতৃত্বে পুলিশের একটি দল।

এর আগে গতকাল বিকেলে শিবগঞ্জ উপজেলার দূলর্ভপুর ইউনিয়নের দামুদিয়াড় গ্রামে বাল্য বিবাহের দায়ে জিন্নুর রহমানের স্ত্রী ও বরের মা সমিজা বেগম এবং রবিউল ইসলাম রবুর স্ত্রী ও কনের মা বেবি বেগমকে ৭ দিনের কারাদ- দেন ভ্রাম্যমান আদালত।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …