বৃহস্পতিবার ঃঃ ১৫.০৬.২০১৭
শিবগঞ্জে বাল্যবিয়ের আয়োজন করার দায়ে মনাকষা ইউনিয়নের রাজনগর হাঙ্গামী গ্রামে কনের মা, কনের চাচী ও পৌর এলাকার চকদৌলতপুর গ্রামের বরকে সাত দিনের কারাদ- ও বরের চাচাকে পাঁচ হাজার টাকা অর্থদ- করেছে ভ্রাম্যমান আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম জানান, গতকাল রাতে ৯ম শ্রেণীর মেয়ের বাল্যবিয়ে হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বাল্যবিয়ে বন্ধ করা হয় এবং তাদের আটক করে থানায় নিয়ে আসা হয়। আজ সকালে তাদের ভ্রাম্যমান আদালতে হাজির করলে কনের মা, কনের চাচী ও বরকে জেল ও জরিমানা করা হয়।