
স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শিবগঞ্জে ১৩ ছাত্রীর মাঝে বাইসাইকেল, আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষে এক পরিবারের হাতে ভ্যান গাড়ি ও এক প্রতিবন্ধী ব্যক্তির হাতে নগদ অর্থ প্রদান করা হয়েছে। আজ দুপুরে সংসদ সদস্যের ব্যক্তিগত তহবিল হতে রসুনচক বালিকা উচ্চ বিদ্যালয় চত্বরে আয়োজিত অনুষ্ঠানে এসব বাইসাইকেল, ভ্যান গাড়ির চাবি ও নগদ ৫০ হাজার টাকা বিতরণ করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল এমপি। এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বিদ্যালয় অডিটোরিয়ামে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলার চককীর্তি ইউনিয়নের পিরোনটোলা এলাকার উনু মন্ডলের ছেলে হোসেন আলীকে ভ্যান গাড়ির চাবি, ডুবলী ভান্ডার গ্রামের তোহরুলের ছেলে প্রতিবন্ধী মাসুদ রানাকে নগদ অর্থ ও রসুনচক বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ১৩ ছাত্রীকে বাইসাইকেল দেয়া হয়। সম্প্রতি হোসেন আলীর একটি ভ্যান গাড়ি ছিনতাই করে দুর্বৃত্তরা ও প্যারালাইসিসে আক্রান্ত হওয়ায় কর্মহীন হয়ে পড়ে মাসুদ রানা।