শিবগঞ্জে বাংলা নববর্ষ বরণে ঘৌড় দৌড় প্রতিযোগিতা

শনিবার :: ১৪.০৪.২০১৮

শিবগঞ্জে বাংলা নববর্ষ বরণে ঘৌড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ বিকেলে শিবগঞ্জ স্টেডিয়াম মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিভিন্ন এলাকার ১৫টি ঘৌড় দল অংশ নেয়। স্টেডিয়ামের দুই ধারে হাজার হাজার দর্শকদের উপস্থিতিতে কানাই কানাই ভরে যায়। প্রতিযোগিতা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলামের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম রাব্বানী। এমপি বলেন- গ্রাম বাংলার ঘৌড় দৌড় প্রতিযোগিতা একটি ঐতিহ্যবাহী খেলা, খেলাধুলার মাধ্যমে আজকের যুব সমাজকে মাদক ও নেশা থেকে দুরে রাখতে এ রকম আয়োজন করা দরকার। মাদক মুক্ত সুন্দর সমাজ গঠনে যুব সমাজকে তিনি নিয়মিত ক্রীড়া চর্চার আহবান জানান। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …