শিবগঞ্জে বজ্রপাতে নিহত ২জন।

বুধবার ঃঃ ১৪.০৬.২০১৭

শিবগঞ্জে বজ্রপাতে এক নারীসহ দুইজন নিহত ও শিশুসহ আরও দুইজন আহত হয়েছে। উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের বাগবাড়ি ও চকশ্রীরামপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের বাগবাড়ি গ্রামের কলিমুদ্দিনের মেয়ে ময়না খাতুন ও চকশ্রীরামপুর গ্রামের কবির উদ্দিনের ছেলে দশম শ্রেণির ছাত্র ইসমাইল হোসেন। অপরদিকে, আহতরা হলো ইলিয়াসের ছেলে সাজিরুদ্দিন, নিহত ময়নার শিশু কন্যা ফতেনুর। দাইপুকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুল ইসলাম জুয়েল জানান, গতকাল রাত নয়টার সময় ঝড়-বৃষ্টি শুরু হলে ময়না, ইসমাইল সাজিরুদ্দিনের বাড়ির পাশে বাগানে আম কুড়াতে যায়। এসময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই ময়না ও ইসমাইল নিহত হয় এবং সাজিরুদ্দিন ও ময়নার শিশু কন্যা ফতেনুর আহত হয়। এ ব্যাপারে শিবগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেন।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …