শিবগঞ্জে বঙ্গবন্ধু গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টে চাম্পিয়ন হয়েছে মহানন্দা স্পোর্টিং ক্লাব

সোমবার::  ২৪::০৪::২০১৭

শিবগঞ্জে বঙ্গবন্ধু গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টে চাম্পিয়ন হয়েছে মহানন্দা স্পোর্টিং ক্লাব। তারা বিশ্বনাথপুর হ্যাপি ক্লাবকে ৬ উইকেটে পরাজিত করে চাম্পিয়ন হবার গৌরব অর্জন করে। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে বিশ্বনাথপুর হ্যাপি ক্লাব ৮৯ রানে অলআউট হয়ে যায়। ৯০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে জয়ের লক্ষে পৌছে যায়। ছয় উইকেটে সহজ জয় তুলে নেয় বারঘোরিয়া মহানন্দা স্পোটিং ক্লাব। খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক মাহমুদুল হাসান। এসময় আরো উপস্থিত ছিলেন, শিবগঞ্জ পোরসভার মেয়র কারিবুল হক রাজিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার ভূমি কল্যাণ চৌধুরী, প্যানেল মেয়র আবদুস সালামসহ অন্যান্যরা।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …