শুক্রবার ঃঃ ২৪.০২.২০১৭
শিবগঞ্জে প্রথমবারের মত অনুষ্ঠিত হচ্ছে বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্ট। এতে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন এলাকার ১০টি ক্রিকেট দল খেলায় অংশ নেয়। শিবগঞ্জ উপজেলা স্টেডিয়ামে আজ সকালে টি২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আকরাম খান। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব জিল্লার রহমান। উদ্বোধনী খেলায় অংশ নেয় সদর উপজেলার মহানন্দা স্পোটিং ক্লাব এবং শিবগঞ্জ উপজেলার বিশ্বনাথপুর হ্যাপি ক্লাব।