শিবগঞ্জে ফেন্সিডিল ও নেশাজাতীয় ইঞ্জেকশন উদ্ধার : গ্রেফতার ৩ জন

শুক্রবার:: ১১.০৭.২০১৭

শিবগঞ্জ উপজেলার কানসাট গোপালনগর মোড় থেকে ৯৭ বোতল ফেন্সিডিলসহ এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব-৫। আটক ব্যক্তি রাজশাহী জেলার জামিরা মোল্লাপাড়া গ্রামের গোলাম মোস্তফার ছেলে আকাশ। র‌্যাব জানায়, শিবগঞ্জ উপজেলার খাসেরহাট থেকে কানসাটের দিকে এক মাদক ব্যবসায়ী মোটর সাইকেল যোগে ফেন্সিডিল নিয়ে যাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে, র‌্যাব-৫ এর একটি দল ঐ এলাকায় অভিযান চালায়। এ সময় মোটর সাইকেলে বিশেষ উপায়ে রক্ষিত অবস্থায় ৯৭ বোতল ফেন্সিডিল ও মোটর সাইকেলসহ মাদক ব্যবসায়ী আকাশকে আটক করা হয়। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
অন্যদিকে, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সহকারী পরিচালক আলমগীর হোসেন জানান, তাঁর দপ্তরের পরিদর্শক ইলিয়াস হোসেন তালুকদারের নেতৃত্বে একটি দল গতকাল শিবগঞ্জের মনাকষা এলাকায় অভিযান চালিয়ে আব্দুল মাতিন নামে একজনকে ভারতীয় ইনজেকশনসহ আটক করা হয়। অপর অভিযানে একই উপজেলার নলডুবুরী গ্রামের ফজলুর রহমানের ছেলে সাফায়েত আলীকে তার বাড়ি থেকে ৮ বোতল ফেন্সিডিলসহ আটক করা হয়। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শিবগঞ্জ থানায় পৃথক দুটি মামলা হয়েছে।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …