শিবগঞ্জে ফেন্সিডিল উদ্ধার।

বুধবার ঃঃ ১৭.০৫.২০১৭

শিবগঞ্জে উপজেলার বিনোদপুর খাসেরহাট এলাকা থেকে মালিকবিহীন ৪০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের উপ-পরিচালক আলমগীর হোসেন জানান, আজ দুপুরে এসআই সিরাজুল ইসলাম ও এএসআই আফজাল হোসেনসহ জেলা মাদকদ্রব্য কার্যালয়ের সদস্যরা বিনোদপুর খাসেরহাট এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এসময় ওই গ্রামের বাদল সিংহের ছেলে বাচ্চু সিংহের বাড়িতে ফেন্সিডিল গুলো উদ্ধার করা হয়। নিজবাড়িতে মাদকদ্রব্য সংরক্ষণ করার অপরাধে বাচ্চু সিংহকে আসামী করে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়। অন্যদিকে, বাচ্চু পলাতক রয়েছে।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …