
চাঁপাইনবাবগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে ৩শ বোতল ফেনসিডিলসহ দুইজনকে আটক করা হয়েছে। আটকতকৃতরা হলেন, জেলার শিবগঞ্জ উপজেলার কর্ণখালী গ্রামের মো আব্দুল খালেক ওরফে ভুটুর ছেলে মো. আকরামুল ওরফে আকরাম (৫০) ও ভোলাহাট উপজেলার আদমপুর গ্রামের মৃত ইব্রাহিমের ছেলে মো. নুরুল ইসলাম (৪৫)। চাঁপইনবাবগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ বাবুল উদ্দিন সরদার এই তথ্য জানিয়েছেন।
তিনি আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার একটি দল শনিবার মাদক বিরোধী অভিযানে নামে। অভিযানে মো. নুরুল ইসলামকে আটক করা হয় এবং তার দেয়া তথ্যমতে ভোররাতে মো. আকরামুল ওরফে আকরামের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় আকরামের শোবার ঘর থেকে ৩শ বোতল ফেনসিডিল ও একটি বডিসিটিং চার্জারভ্যান মো. আকরামুল ওরফে আকরামকে আটক করা হয়। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।