শিবগঞ্জে প্রস্তুতিমুলক সভা

বৃহস্পতিবার :: ১৫.০৩.২০১৮

শিবগঞ্জে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের যোগ্যতা অর্জনের ঐতিহাসিক সাফল্য উদ্যাপন উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সায়েমা খাতুন, উপজেলা প্রকৌশলী মকবুল হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি কর্মকর্তা কৃষিবিদ এস.এম আমিনুজ্জামান, সমাজ সেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সিরাজুল ইসলাম, প্রাণি সম্পদ অধিদপ্তরের কর্মকর্তা সুব্রত কুমার সরকার, শিবগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইমরান আলী, শাহবাজপুর ইউপি চেয়ারম্যান অধ্যাপক তোজাম্মেল হক, দূর্লভপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রাজিব রাজু, ছত্রাজিতপুর ইউপি চেয়ারম্যান শামশুল হকসহ উপজেলা বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানসহ অন্যরা। সভায় আগামী ২০ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের যোগ্যতা অর্জনের ঐতিহাসিক সাফল্য উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নেয়া হয়।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …