
শিবগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মবার্ষিকী উপলক্ষে নিবাসী শিশু ও প্রবীণদের নিয়ে কেক কাটা, আলোচনা সভা, কোরআন শরীফ বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের উদ্যোগে প্রতিষ্ঠানটির অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল এমপি। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা জুবায়ের হোসেনের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ড. আবু বক্কর ছিদ্দিক, উপজেলা শিক্ষা কর্মকর্তা পরিমল কুমার ঘোষসহ স্থানীয় সরকারি কর্মকর্তাবৃন্দ। পরে শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের ৫ জন বালক-বালিকার মাঝে কোরআন শরীফ বিতরণ করা হয়। শেষে প্রধানমন্ত্রী সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।