রবিবার:: ২০/০৮/২০১৭
শিবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করে পেশাদার দুই গাঁজা বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। গতকাল উপজেলার ছত্রাজিতপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলামের কাছে হাজির করা হলে, তাদের প্রত্যেককে ৬ মাসের কারাদ- দিয়ে জেল হাজতে পাঠানো হয়। উল্লেখ্য, সম্প্রতি শিবগঞ্জ উপজেলা এলাকায় মাদকের ব্যবহার ও প্রসার বেড়ে যাওয়ার একাধিক অভিযোগ প্রাপ্তির পর উপজেলা প্রশাসনের উদ্যোগে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।