শুক্রবার :: ৩০.০৩. ২০১৮
শিবগঞ্জে ৪ হাজার ৮শ’ ৫ পিস ইয়াবাসহ ২ জনকে আটক করেছে র্যাব। আটককৃতরা হলো শিবগঞ্জ পৌর এলাকার গোবিনপুর পুলিশ মাইল এলাকায় মতিউর রহমানের ছেলে আবদুর রাজ্জাক ও মোহনবাগ এলাকার আবদুল কুুুদ্দুুুুসের ছেলে রশিদ আলী। আজ সন্ধ্যায় তাদের আটক করা হয়। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার স্কোয়াড্রন লীডার সাঈদ আবদুল্লাহ আল মুরাদের নেতৃত্ব র্যাবের একটি টহল দল ঐ এলাকায় অভিযান চালিয়ে ৪ হাজার ৮০৫ পিস ইয়াবাসহ রাজ্জাক ও রশিদকে আটক করে। এঘটনায় শিবগঞ্জ থানায় মামলা দায়ের হয়েছে।
এদিকে, বিজিবি জানায়, আজ ভোরে ওহেদপুর মেইন পিলার ১৩ বাই ৩ এস হতে দুই কিলোমিটার বাংলাদেশ অভ্যন্তরে, উপজেলার পাঁকা ইউনিয়নের বিশরশিয়া এলাকার একটি আমবাগান, থেকে ৩৩০ পিস ইয়াবা পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে ৯ বিজিবির ওয়াহেদপুর বিওপি ক্যাম্পের সদস্যরা।