বুধবার :: ১৮.০৪.২০১৮
শিবগঞ্জে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মারা গেছে। মৃত শিশু উপজেলার মনাকষা ইউনিয়নের রাঘোববাটী পারচৌকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্রী ও রাঘোববাটী গ্রামের আব্দুর রকিবের মেয়ে কারিমা। পারিবারিক সূত্রে জানা গেছে, আজ সকালে কারিমা ও তার দুজন বান্ধবীর সাথে গ্রামের একটি পুকুরে গোসল করতে যায়। গোসল করাকালীন সময়ে হটাৎ কারিমাকে দেখতে না পেয়ে তার বান্ধবীরা চিৎকার করে। পরে স্থানীয়দের সহযোগিতায় পুকুরের তলদেশ থেকে কারিমাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। কারিমার মৃত্যুতে পরিবারে শোকের মাতম চলছে।