বুধবার :: ৩১.০১.২০১৮
শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের ক্যাপড়াটোলা এলাকা থেকে সাতটি পিস্তল, ১৪টি মাগ্যাজিন ও ৪৭ রাউন্ড গুলিসহ শ্রী মিলন সিংহ নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে র্যাব। আটককৃত ব্যক্তি হল- ভারতের পশ্চিমবঙ্গের মালদাহ জেলার বৈষ্টমনগর উপজেলার সুখদেবপুর গ্রামের রতন সিংহের ছেলে। র্যাব জানায়, অস্ত্র কেনা বেচা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্প কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ সাঈদ আব্দুল্লøাহ আল-মুরাদের নেতৃত্বে র্যাবের একটি দল ঐ এলাকায় একটি আমবাগানে অভিযান চালায়। এসময় মিলন সিংহকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশী করে আগ্নেয়াস্ত্রগুলো উদ্ধার করে। এঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানায় র্যাব।