
শিবগঞ্জে একটি পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে ইন্দ্রজিৎ সিং নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু উপজেলার পাঁকা ইউনিয়নের লক্ষীপুর গ্রামের শ্রী মিঠন সিংহের ছেলে। আজ দুপুর দেড়টার দিকে উপজেলার পাঁকা ইউনিয়নের লক্ষীপুর-রুহুল মোড় এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর দেড়টার দিকে ইন্দ্রজিৎ সিং ও একই গ্রামের কাজল আলীর ছেলে মোরসালিন লক্ষীপুর-রুহুল মোড় এলাকার একটি পুকুরে গোসল করতে যায়। এসময় দুজনই পুকুরের পানিতে ডুবে যায়। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে ইন্দ্রজিৎ সিংহের মৃতদেহ ও মোরসালিনকে জীবিত অবস্থায় উদ্ধার করে। পরে চিকিৎসার জন্য মোরসালিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সে বর্তমানে চিকিৎসাধীন। পাঁকা ইউনিয়ন পরিষদের প্যানেল কামাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।