
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে ডুবে বাশার নামের ৫ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে জেলার শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের বুগলাউড়ি লক্ষ্মীপুর ঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
মৃত বাশার ওই ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের মিলটন ওরফে কালুর ছেলে।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) চৌধুরী জোবায়ের আহাম্মদ জানান, সকাল ১০টার দিকে পদ্মা নদীর পাড়ে বাড়ির পাশে খেলতে খেলতে নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হয় বাশার। পরে স্থানীয়রা দুপুর ১টার দিকে শিশুটির মরদেহ উদ্ধার করে।
কোনো অভিযোগ না থাকায় শিশু বাশারের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান ওসি।