শনিবার ঃ- ০৭.০১.২০১৭
শিবগঞ্জ উপজেলার বিল-ভাতিয়া থেকে কানসাট ফাঁসিতলা শাখা নদী দাঁড়ার পানি সেচের মাধ্যমে মাছ ধরা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে মোবারকপুর ও দাইপুখুরিয়া ইউনিয়নবাসি এ কর্মসূচির আয়োজন করে। মানববন্ধনে অংশগ্রহন করেন ঐ দুই ইউনিয়নের প্রায় শতাধিক নারী-পুরুষ। এসময় বক্তব্য দেন দাইপুখুরিয়া ইউনিয়ন শাখা মানবাধিকার সংস্থার সদস্য কুল¬ুর রহমান, তাজামুল হক, কুলসুম বেগম, মোবারকপুর ইউনিয়নবাসির পক্ষে বাবুল হোসেন, আনেম আলী মন্ডলসহ অন্যান্যরা। উল্লে¬খ্য, ইতিপূর্বে দাঁড়াতে মাটি ভরাট করে বাঁধ সৃষ্টি করে পানি শ্যালো মেশিন দিয়ে পানি সেচের মাধ্যমে মাছ ধরা বন্ধের দাবিতে জেলা প্রশাসক বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছে এলাকাবাসি।