সোমবার :: ০৬.০১.২০২০।
শিবগঞ্জ উপজেলায় দুস্থদের মাঝে শীত সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ বিকেলে রানীহাটি গুচ্ছ গ্রামে শিশুদের মাঝে ও মোবারকপুরে ৪ শতাধিক নারী-পুরুষের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা এনজিও ফোরাম কর্মসূচী বাস্তবায়ন করে। শীত সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শিমুল আকতার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, এ্যাডভোকেট আতাউর রহমান, এনজিও ফোরাম সভাপতি তৌহিদুল আলম টিয়াসহ অন্যরা।