বুধবার::০৭.১২.২০১৬
শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের বিশ্বনাথপুরে দু:স্থদের মাঝে ১৫০টি কম্বল বিতরণ করা হয়েছে। আজ বিকেলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের উদ্যোগে প্রত্যন্ত চঞ্চল বিশ্বনাথপুর গ্রামের দু:স্থদের মাঝে এসব কম্বল বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলামসহ অন্যারা। উল্লেখ্য, উপজেলায় ধারাবাহিক ভাবে দু:স্থদের মাঝে ২হাজার ৭০০টি কম্বল বিতরণ করা হবে।