শিবগঞ্জে দুর্যোগে ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ।

সোমবার::১৬.০১.২০১৭

শিবগঞ্জে বিভিন্ন সময় প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থ অসহায়দের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ করা হয়েছে। আজ বিকেলে পুখুরিয়া শেখ রাসেল স্মৃতি মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে ১০৪টি পরিবারের মাঝে ১০৪ বান্ডিল ঢেউটিন ও তিন লাখ ১২ হাজার টাকার চেক বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য গোলাম রাব্বানী। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প ও বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম, কানসাট ইউপি চেয়ারম্যান বেনাউল ইসলামসহ অন্যান্যরা।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …