সোমবার::১৬.০১.২০১৭
শিবগঞ্জে বিভিন্ন সময় প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থ অসহায়দের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ করা হয়েছে। আজ বিকেলে পুখুরিয়া শেখ রাসেল স্মৃতি মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে ১০৪টি পরিবারের মাঝে ১০৪ বান্ডিল ঢেউটিন ও তিন লাখ ১২ হাজার টাকার চেক বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য গোলাম রাব্বানী। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প ও বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম, কানসাট ইউপি চেয়ারম্যান বেনাউল ইসলামসহ অন্যান্যরা।