শিবগঞ্জে দুঃস্থ-অসহায় ও বিভিন্ন প্রতিষ্ঠানকে আর্থিক সহায়তা প্রদান।

শনিবার ঃঃ ২৮.০১.২০১৭

শিবগঞ্জ উপজেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে এলাকার দুঃস্থ-অসহায় ও এলাকার বিভিন্ন প্রতিষ্ঠানকে বিভিন্ন পরিমাণের আর্থিক সহায়তার অনুদান প্রদান করেছে। আজ সকালে উপজেলা সমাজসেবা অফিস কক্ষে ১৪জন দুঃস্থ-অসহায়কে ৭ হাজার করে, মোট ৯৮ হাজার টাকা ও বিভিন্ন প্রতিষ্ঠানকে ১ লাখ ৯৫ হাজার টাকা সহ মোট ২ লাখ ৯৩ হাজার টাকা প্রদান করে। এসময় উপস্থিত ছিলেন সমাজসেবা মন্ত্রণালয়ের সচিব জিল্লার রহমান, চাঁপাইনবাবগঞ্জ জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক তৌহিদুল ইসলাম, উপজেলা সহকারি কমিশনার ভূমি কল্যাণ চৌধুরী ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাসসহ অন্যান্যরা।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …