
কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় শিবগঞ্জে ৩ দিনব্যাপি কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে। আজ বিকেলে উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা প্রশাসনের সহযোগিতায় কৃষি অফিস চত্বর থেকে একটি আনন্দ র্যঅলী বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াতের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। এতে স্বাগত বক্তা ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শরিফুল ইসলাম। উপ-সহকারী কৃষি কর্মকর্তা আজম আলীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন, ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া ও মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি বেগম। পরে কৃষি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন সংসদ সদস্য। মেলায় ১৯টি স্টল স্থান পেয়েছে।