২৫.০১.২০২০,শনিবার।
শিবগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ১ হাজার ৩৫০ পিস ইয়াবাসহ শহিদুল ইসলাম নামে একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। গতকাল দিবাগত রাত সোয়া ১২টার দিকে বড়টাপপু এলাকায় অভিযানটি চালানো হয়। শহিদুল ইসলাম ওই এলাকার আব্দুল মান্নানের ছেলে। জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক আবদুল্লাহ জাহিদ জানান, গোপন খবরের ভিত্তিতে মধ্যরাতে বড়টাপপু গ্রামে অভিযান চালিয়ে ১ হাজার ৩৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী শহিদুল ইসলামকে গ্রেফতার করা হয়। এঘটনায় শিবগঞ্জ থানায় মামলা দায়ের হয়েছে। আজ দুপুরে আসামীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান উপপরিদর্শক জাহিদ।