শিবগঞ্জে ট্রাকের ধাক্কায় পথচারী নিহত, ট্রাকের সহকারী আটক

চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের ভাঙা ব্রীজ এলাকায় ট্রাকের ধাক্কায় আবদুল আলিম নামে এক পথচারী নিহত হয়েছেন। এ সময় বিক্ষুব্ধ জনতা ট্রাকের সহকারীকে আটক করেছে। নিহত ব্যক্তি শিবগঞ্জ পৌর এলাকার নর উত্তমপুর মহল্লার মৃত বদরুদ্দিনের ছেলে। আজ সন্ধ্যা ৭টার দিকে শিবগঞ্জ পৌরসভার ভাঙাব্রীজ এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ভাঙাব্রীজ মোড় থেকে পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন আবদুল আলিম। এ সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা একটি ট্রাক তাকে পেছন থেকে ধাক্কায় দেয়। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিবগঞ্জ থানার ওসি সুকোমল চন্দ্র দেবনাথ জানান, খবর পেয়ে ঘটনাস্থলো পুলিশ পাঠানো হয়েছে। তবে ট্রাক পালিয়ে গেলে স্থানীয় বিক্ষুব্ধ জনতা ট্রাকের সহকারীকে আটক করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top