মঙ্গলবার :: ২৭.০৩.২০১৮
শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের জনকল্যাণ সমিতির উদ্যোগে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরন আয়োজন করা হয়। এতে চরতারাপুর উচ্চ বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের সহকারী অধ্যপক আব্দুল মালেক মুকুলের সভাপতিত্বে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, সাহাপাড়া পি.এম বালিকা উচ্চ বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক ও বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন। আরো উপস্থিত ছিলেন, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক আলোর দিশারী রশিদ মাস্টার। উল্লেখ্য যে, ২৫ মার্চ খেলাধুলা অনুষ্ঠিত হয় এবং ২৬ মার্চ বাংলাদেশ সরকারের ঘোষিত সময় অনুযায়ী সকাল ৮ টায় পতাকা উত্তোলন এবং সঙ্গীত পরিবেশন এবং সুধি সমাবেশ অনুষ্ঠিত হয়। আজ সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সমিতির সভাপতি ও অতিথীরা। অনুষ্ঠানটির সার্বিক তত্তাবধানে ছিলেন সমিতির কোষাধ্যক্ষ নূরুল ইসলাম।