শিবগঞ্জে জনকল্যাণ সমিতির উদ্যোগে স্বাধীনতা দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ

মঙ্গলবার :: ২৭.০৩.২০১৮

শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের জনকল্যাণ সমিতির উদ্যোগে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরন আয়োজন করা হয়। এতে চরতারাপুর উচ্চ বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের সহকারী অধ্যপক আব্দুল মালেক মুকুলের সভাপতিত্বে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, সাহাপাড়া পি.এম বালিকা উচ্চ বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক ও বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন। আরো উপস্থিত ছিলেন, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক আলোর দিশারী রশিদ মাস্টার। উল্লেখ্য যে, ২৫ মার্চ খেলাধুলা অনুষ্ঠিত হয় এবং ২৬ মার্চ বাংলাদেশ সরকারের ঘোষিত সময় অনুযায়ী সকাল ৮ টায় পতাকা উত্তোলন এবং সঙ্গীত পরিবেশন এবং সুধি সমাবেশ অনুষ্ঠিত হয়। আজ সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সমিতির সভাপতি ও অতিথীরা। অনুষ্ঠানটির সার্বিক তত্তাবধানে ছিলেন সমিতির কোষাধ্যক্ষ নূরুল ইসলাম।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …