শিবগঞ্জে ছিনতাই মামলার ২জন আসামী আটক

শুক্রবার :: ২০.০৪.২০১৮

শিবগঞ্জে পর্ণগ্রাফি ও ছিনতাই মামলার দুই আসামীকে আটক করেছে শিবগঞ্জ থানা পুলিশ। আটককৃতরা হলো, শিবগঞ্জ পৌর এলাকার ইসরাইল মোড় জালমাছমারী গ্রামের আতাউর রহমানের ছেলে জনি ও আব্দুল কুদ্দুসের ছেলে পরশ। শিবগঞ্জ থানার অপারেশন ইন্সপেক্টর কবির হোসেন ও এএসআই মাহফুজ জানান, আজ দুপুরে অভিযান পরিচালনা করে তাদের নিজ বাড়ি হতে আটক করা হয়। জনি ও পরশ দুজন বহুদিন থেকে উপজেলার বিভিন্ন জায়গায় ছিনতাই, ডাকাতি করে আসছিল। এছাড়াও তাদের বিরুদ্ধে পর্ণগ্রাফির মামলাও রয়েছে। মটরসাইকেল, মোবাইলসহ বিভিন্ন প্রকার মালামাল ছিনতাইয়ের অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …