শুক্রবার :: ২০.০৪.২০১৮
শিবগঞ্জে পর্ণগ্রাফি ও ছিনতাই মামলার দুই আসামীকে আটক করেছে শিবগঞ্জ থানা পুলিশ। আটককৃতরা হলো, শিবগঞ্জ পৌর এলাকার ইসরাইল মোড় জালমাছমারী গ্রামের আতাউর রহমানের ছেলে জনি ও আব্দুল কুদ্দুসের ছেলে পরশ। শিবগঞ্জ থানার অপারেশন ইন্সপেক্টর কবির হোসেন ও এএসআই মাহফুজ জানান, আজ দুপুরে অভিযান পরিচালনা করে তাদের নিজ বাড়ি হতে আটক করা হয়। জনি ও পরশ দুজন বহুদিন থেকে উপজেলার বিভিন্ন জায়গায় ছিনতাই, ডাকাতি করে আসছিল। এছাড়াও তাদের বিরুদ্ধে পর্ণগ্রাফির মামলাও রয়েছে। মটরসাইকেল, মোবাইলসহ বিভিন্ন প্রকার মালামাল ছিনতাইয়ের অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে।