শনিবার :: ২৪.০৩.২০১৮
সরকারের অগ্রাধিকার ভিক্তিক গুচ্ছগ্রাম প্রকল্পের আওতায় রানীহাটি পারদিয়াড় গুচ্ছগ্রাম প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে মতবিনিময় সভা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শিবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে আজ সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম এর সভাপতিত্বে প্রকল্পটির কার্যক্রমের উদ্বোধন করেন সভার প্রধান অতিথি শিবগঞ্জ আসনের সংসদ সদস্য গোলাম রাব্বানী। সাড়ে ১২ একর জমির মধ্যে, সাড়ে ৪ একর জমির উপর উপজেলার গৃহহীন মানুষদের ২০০টি বসত বাড়ি পর্যায়ক্রমে নির্মাণের কার্যক্রম শুরু করা হয়। দেশের ৫৩টি জেলায় মোট ১৩৭টি উপজেলায় গৃহহীন মানুষদের বসত বাড়ি নির্মাণ করে দেওয়ার লক্ষে সরকার এ কার্যক্রম দ্রুত গতিতে চালিয়ে যাচ্ছেন। উদ্ধোধনী শেষে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শিবগঞ্জ পৌর মেয়র কারিবুল হক রাজিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল হক, নয়ালাভাঙ্গা ইউপি চেয়ারম্যান আশরাফুল হক, রানীহাটি ডিগ্রী কলেজের অধ্যক্ষ আবুল বাসারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।