শিবগঞ্জে গাছের ডালচাপায় এক স্কুল শিক্ষক নিহত

রবিবার::০৭::০৫::২০১৭

শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের জমিনপুর গ্রামে গাছের ডালচাপায় এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন। এলাকাবাসী জানায়, আজ দুপুরে কালবৈশাখী ঝড়ে বাড়ির উপরে পড়ে থাকা একটি কড়াই গাছ কাটার সময় জমিনপুর গ্রামের নইমুদ্দীনের ছেলে ও মধ্য বিনোদপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আইনাল হক ওই গাছের ডালের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। এ ব্যাপারে শিবগঞ্জ থানার ওসি হাবিবুল ইসলাম হাবিব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …