সোমবার :: ১৯.০৩.২০১৮
শিবগঞ্জে উপজেলা পর্যায়ের অনুর্ধ্ব-১৬ বালক-বালিকাদের একক ও দ্বৈত ব্যাডমিন্টন প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া অফিসার আখতারংজ্জামান রেজা তালুকদার রুমির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল লতিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আলমগীর হোসেন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শফিকুল আলম, বাংলাদেশ স্কাউটস শিবগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, শিবগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান। এছাড়াও উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষকগণ এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বাংলাদেশ ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০১৭-২০১৮ বান্তবায়নের লক্ষে জেলা ক্রীড়া অফিস চাঁপাইনবাবগঞ্জের ব্যবস্থাপনায় চলে এ কার্যক্রম। শিবগঞ্জ উপজেলা স্কাউট ভবন চত্বরে অনুষ্ঠিত প্রতিযোগীতায় মোট ১২টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। বালিকাদের একক প্রতিযোগীতায় আটরশিয়া উচ্চ বিদ্যালয়ের ছাত্রী রিয়া মনিকে পরাজিত করে, এ.কিউ চৌধুরী নারী কল্যাণ শিক্ষালয়ের ছাত্রী কুমারী রিংকি রানী চ্যাম্পিয়ন হন। অপরদিকে, বালিকাদের দ্বৈত প্রতিযোগীতায় চন্ডিপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী আকতার জাহান জুথির দলকে পরাজিত করে এ.কিউ চৌধুরী নারী কল্যাণ শিক্ষালয়ের ছাত্রী কুমারী রিংকি রানীর দল চ্যাম্পিয়ন হন। বালকদের একক প্রতিযোগীতায় শিবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্র দারাউল ইসলামকে পরাজিত করে কানসাট উচ্চ বিদ্যালয়ের ছাত্র রবিউল ইসলাম চ্যাম্পিয়ন হন। অন্যদিকে বালকদের দ্বৈত প্রতিযোগীতায় বিনোদপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র মাহামুদুল হাসানের দলকে পরাজিত করে কানসাট উচ্চ বিদ্যালয়ের ছাত্র রবিউল ইসলামের দল চ্যাম্পিয়ন হন। খেলা পরিচালনার দায়িত্বে ছিলেন কৃঞ্চগোবিন্দপুর ডিগ্রী কলেজের সহকারী শিক্ষক ক্রীড়া আজিজুল হক, শিবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিজানুর রহমান, শিবগঞ্জ ইসলামী একাডেমীর সহকারী শিক্ষ জাফর ছদিক ও শাহীন ইসলাম টিটো। অনুষ্ঠানটি পরিচালনার সার্বিক দায়িত্ব পালন করেন দূর্লভপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ক্রীড়া সোহেল ইসলাম। পরে বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন অতিথিবৃন্দ।